এমপির হুঁশিয়ারি, লক্ষ্মীপুর-২ আসনে কোনও দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুললক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে আমার এলাকায় কোনও দুর্নীতিবাজকে ছাড় দেওয়া হবে না।  দুর্নীতি কমানো গেলে দেশে আরও উন্নয়ন করা সম্ভব হবে।’ আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর উপজেলার জে এম হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠনে এ কথা বলেন তিনি। এসময় তিনি স্কুলের ছাত্রছাত্রীদের দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।

শাকচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কাজী শহিদুল ইসলাম পাপুল। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাজী শহীদুল ইসলাম পাপুল এমপি  আরও বলেন, ‘লক্ষ্মীপুর -২ আসনের জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেলিনা শহীদ ফাউন্ডেশনের উদ্যোগে ডাক্তার ও নার্স নিয়োগ করা হবে।’ এ এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষা উন্নয়নে তিনি কাজ করবেন বলেও জানান।