সীমান্তে ৩১ রোহিঙ্গা, পতাকা বৈঠকে বসবে বিজিবি-বিএসএফ

সীমান্তে থাকা রোহিঙ্গারাব্রাহ্মণবাড়িয়া কসবা কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখায় গত দুই দিন ধরে ৩১ রোহিঙ্গা অবস্থান করছে। তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করায় অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এ বিষয় নিয়ে আজ রবিবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকে বসবে।
ঘটনা সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, শুক্রবার রাত থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের কাছে ৩১ রোহিঙ্গা ভারতীয় অংশে অবস্থান করছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছে। এ ঘটনায় সীমান্তে সর্তক অবস্থান নেয় বিজিবি। তারা টহল বৃদ্ধির পাশাপাশি কয়েক দফা পতাকা বৈঠক করছেন। আজকেও পতাকা বৈঠক করবেন বলে জানতে পেরেছি। 
এদিকে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান নেওয়ার কারণে অনেকেই শীত জনিত অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। তিনি জানান, সকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদেরকে খবার সরবরাহ করেছেন বলে নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর। 
রোহিঙ্গারাদের অবস্থান সম্পর্কে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর জানান, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকরীরা বাংলাদেশের নাগরিক নয়। বিধায় আমরা তাদের গ্রহণ করতে পারিনি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবো। পরবর্তী সিদ্ধান্ত বৈঠকের পর জানানো হবে।