ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া



ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী দুই শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শনিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এই ৫ বাংলাদেশি নাগরিককে আখাউড়া উপজেলার হিরাপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। তারা হলেন,  লিটন সরকার (৩৫), সতীশ সরকার (৬৫), শোভা রানী সরকার (৩০), শান্ত সরকার (১০) ও রনি সরকার (৬)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ত্রিকোনা গ্রামের বাসিন্দা ও একই পরিবারের সদস্য। 
জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল অনুমান ৭টার দিকে এই ৫ বাংলাদেশি নাগরিক সীমান্তের ২০২৩নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে ঢুকে। এসময় বিএসএফ তাদের আটক করে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। দুপুর ২টার দিকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হীরাপুর সীমান্ত দিয়ে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করে।
রাতে আখাউড়া সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করে তাদের আখাউড়া থানায় সপোর্দ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।