ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মুর্শেদ এ তথ্য জানান। সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের বাসিন্দা।
ওসি এমএম মুর্শেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার ভোর রাতে দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে উপজেলার বেতাগা প্রজেক্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অপর সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুক নামে একজনকে আটক করা হয়। এসময় ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় প্রতিপক্ষ ডাকাতদলের সদস্য পলাশকেও উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ডাকাতদলের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ ডাকাত নিহত হয় । নিহত সবুজ তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে চুরি ডাকাতি অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে।
পরে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।