‘ইয়াবার সঙ্গে জড়িত প্রভাবশালীরাও রেহাই পাবে না’

01

সরকার প্রধানের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, ‘এখনও যেসব মাদক ব্যবসায়ীসহ সহযোগীরা এলাকায় ঘুরাফেরা করছেন, তাদের বলছি, সময় আছে আত্মসমর্পণ করুন। তা না হলে পরিণতি হবে ভয়াবহ। ইয়াবায় জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন, কেউ রেহাই পাবে না।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা সভায় ওসি এসব কথা বলেন।
ওসি প্রদীপ কুমার বলেন, ‘মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত শহর ও পর্যটন নগরী টেকনাফকে সুন্দর ও পরিছন্ন রাখতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ মাদক ও মানবপাচার বন্ধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) শরিফ ইবনে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ, সোনা আলী, আবুল কালাম, জাবেদ ইকবাল চৌধুরীসহ অনেকে।