এদেশে দারিদ্র্য, দুর্নীতি ও অবিচার থাকবে না: স্থানীয় সরকারমন্ত্রী

বক্তব্য রাখছেন তাজুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে দারিদ্র্য থাকবে না, অন্যায়-অবিচার ও দুর্নীতি থাকবে না। দুর্বলের ওপর সবলের অত্যাচার থাকবে না; হিন্দু-বৌদ্ধ কারও উপর অবিচার হবে না। সমাজ অপরাধমুক্ত হবে।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার লাকসামের মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘ছোট্ট জায়গায় আমরা এদেশের মানুষেরা থাকি। এ মানুষদের আয়-রোজগারের জন্য, উন্নত জীবনের জন্য শুধু কৃষির উপর নির্ভর করলে হবে না; আমাদের শিল্পায়ন করতে হবে, তার জন্য ব্যাপক কর্মযজ্ঞ আরম্ভ করতে হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল ফজল মীর, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব আলী, লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুস ভুইয়া বক্তব্য রাখেন।