কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধকুমিল্লার তিতাসে ডিবি ও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে তিতাস উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আল-আমিনের বাড়ি তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের নয়াগাঁও গ্রামে।

পুলিশ জানায়, দাউদকান্দির গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেডের ৫  সেলসম্যান ৫৮ লাখ টাকা নিয়ে সিএনজি করে যাচ্ছিল। দড়িকান্দি সেতু পার হওয়ার সময় একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা লুটে নেয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চক্রের সদস্য আল আমিনকে ১৫ লাখ টাকাসহ আটক করে পুলিশ।বৃহস্পতিবার রাতে তাকে সঙ্গে নিয়ে জেলা ডিবি পুলিশ ও তিতাস থানা পুলিশ বাকি টাকা উদ্ধারে অভিযানে নামে।তারা দড়িকান্দি এলাকায় পৌঁছলে একদল ডাকাত আল-আমিনকে ছিনিয়ে নেওয়ার জন্য গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

ডিবির এসআই সহিদুল ইসলাম জানান,গোলাগুলির সময় ডাকাতদের ছোড়া একটি গুলি আল-আমিন বুকে লাগলে সে গুরুতর আহত হয়। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।

তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম জানান, আল-আমিনের বিরুদ্ধে ডাকাতি,ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে।