দুই কেন্দ্রে এক ঘণ্টায় ৪০ ভোট

ভোটার নেই কেন্দ্রেলক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায়  রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে উপজেলা র্নিবচানের ভোটগ্রহণ চলছে। চলবে ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম। কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের  তেমন উপস্থিতি দেখা যায়নি।

লক্ষ্মীপুর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র দু’টিতে ভোটারদের কোনও লাইন চোখে পড়েনি। এ দুই কেন্দ্রে এক ঘণ্টায় ৪০ ভোট পড়েছে।

লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়  পুরুষ ও নারী কেন্দ্রে  ভোট ভোটার ৫ হাজার।  লক্ষ্মীপুর এন আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  পুরুষ ও নারী দু’টি  কেন্দ্র মোট ভোটার ৬৩৫০ জন।

রিটানিং র্কমর্কতা ও প্রার্থীরা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।

লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যলয়ের প্রিজাইডিং অফিসার গিয়াস উদ্দিন জানান প্রথম এক ঘণ্টায় ভোট পড়ছে ২২টি। জেলার ৫টি উপজেলায় ৪৬০টি কেন্দ্র ১২ লাখ ৩৪ হাজার  ভোটার।