চন্দনাইশে দুই কেন্দ্রের ভোট বাতিল

চন্দনাইশে একটি কেন্দ্রে গোলাগুলির পর আটক করা হয় একজনকে

ব্যালট ছিনতাই ও ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান এ তথ্য জানিয়েছেন। রবিবার (২৪ মার্চ) সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর সংঘর্ষ বাধে। পরে দুপুরে দুটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়।

ভোট বাতিল হওয়া কেন্দ্র দু‘টি হলো, পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও একই উপজেলার উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

মুনীর হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যালট ছিনতাই ও গোলাগুলির ঘটনায় দু’টি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। এগুলোতে পুনরায় ভোট গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে এক প্রার্থীর অনুসারীরা কেন্দ্র দখল করার চেষ্টা করলে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটও বাতিল করা হয়েছে।’

আর পড়ুন:

তিন ঘণ্টায়ও দেখা মেলেনি ভোটারের

তৃতীয় ধাপের নির্বাচনেও সাড়া নেই ভোটারদের