রুমায় জেএসএস’র তিন নেতা আটক

গ্রেফতার



বান্দরবানের রুমায় নির্বাচনোত্তর ও নিবার্চনের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের হুমকি দেওয়াসহ অন্যান্য অভিযোগে জনসংহতি সমিতির (জেএসএস) তিন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। 
আটক ব্যক্তিরা হলেন, জেএসএস এর রুমা থানা শাখার সিনিয়র সহ-সভাপতি থোয়াইসানু মারমা (৪৬), পাইন্দু ইউপির সাবেক চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা (৪৭) ও ভূমি বিষয়ক সম্পাদক লালরাম বম (৪২)।

সোমবার সকাল ৯টার দিকে রুমা বাজার থেকে তাদের আটক করে যৌথ বাহিনী। দুপুরে বান্দরবান জেলা সদরে পাঠানো হয়। 

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কাসেম জানান, উপজেলা নির্বাচনের আগে থেকে আটকৃত এই তিনজনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। আজ (২৫মার্চ) রুমা বাজার থেকে এই তিনজনকে নিরাপত্তাবাহিনী ও পুলিশ আটক করে। তাদের বান্দরবান কোর্টে চালান করে দেওয়া হয়েছে।