লোহাগাড়ার শাহপরী ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র, গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। প্রত্যেক কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা রয়েছে।
হোসেন মিয়া নামে এক ভোটার বলেন, ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোট দিতে পেরেছি।
শাহপরী ইবতেদায়ী মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাসির উদ্দিন বলেন, আমার কেন্দ্রে কোনও সমস্যা নেই। ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাজ গোপাল রুদ্র বলেন, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
এদিকে অন্যের ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে হাজত আলম (৩৫) নামে একজনকে আটক করেছেন প্রিজাইডিং অফিসার। সকাল ৯টা ১০ মিনিটের দিকে লোহাগাড়া শাহপীর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
প্রিজাইডিং অফিসার নাসির উদ্দিন বলেন, হাজত আলম তার চাচির ভোট দিতে আসলে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।