ভবিষ্যতে নির্বাচনে পাহাড়ে নিরাপত্তা বাড়ানো হবে: সিইসি

বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (ছবি– প্রতিনিধি)

ভবিষ্যতে যেকোনও নির্বাচনে পাহাড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

রবিবার (৭ এপ্রিল) সকালে রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনি সহিংতায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘প্রাণহানির মধ্যদিয়ে কোনোদিন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে না। পাহাড়ি জনপদ যারা অশান্ত করে রেখেছে, তাদের রক্তক্ষয়ী সংঘাত পরিহার করতে হবে।’

রাঙামাটির বাঘাইছড়িতে সাত খুনের ঘটনার ব্যাপারে সিইসি বলেন, ‘বাঘাইছড়িতে ঘটা হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে, নির্বাচন কমিশন সেই বিষয়ে সতর্ক রয়েছে।’

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এস মতিউর রহমান, পুলিশের চট্টগ্রাম ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রমুখ।