কুমিল্লায় বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লাকুমিল্লার হোমনায় পূণ্য রানী বর্মন (৫৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উাদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলার ভাষানিয়া ইউনিয়নের রঘুনাথপুর মাদ্রাসার পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পূণ্য রানী উপজেলার রঘুনাথপুর গ্রামের তুফান চন্দ্র বর্মনের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রতিদিনই পূণ্য রানী বর্মন বড় ছেলে সম্ভুর সঙ্গে রঘুনাথপুর ও শ্রীপুর বাজারে মাছ বিক্রিতে সহায়তার জন্য যেতেন। গত সোমবার তিনি ছেলের সঙ্গে যেতে পারেননি। সকাল ১০টার পরে বড় ছেলে বাড়ি গিয়ে তার অন্য ভাই উজ্জ্বল ও তাদের স্ত্রীদের নিয়ে মায়ের খোঁজ করতে থাকেন। সারাদিন কোথাও মায়ের খোঁজ পাননি। মঙ্গলবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রঘুনাথপুর মাদ্রাসার পেছনে মায়ের গলাকাটা লাশ দেখেন তিনি। পরে পুলিশ বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়।

খুনের ঘটনায় নিহতের স্বামী তুফানি চন্দ্র বর্মন ও বড় ছেলে সম্ভু চন্দ্র বর্মন জানান, গত কিছুদিন আগে তাদের এক প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু জিডি ওঠানোর জন্য তারা চাপ দিচ্ছিল।

হোমনা থানার পরিদর্শক (তদন্ত) কাজী নাজমুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। খুনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।