উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি করার প্রবণতা বেশি: দুদক কমিশনার

মতবিনিময় সভায় দুদক কমিশনার

উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি করার প্রবণতা বেশি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান। তিনি বলেছেন, ‘গরিব মানুষ, সাধারণ মানুষ দুর্নীতি করে না। শিক্ষিত জনগোষ্ঠী বিশেষ করে, উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেশি। নিচের লোকেরা (কর্মচারীরা) ১০০-২০০ টাকা অনিয়ম করে। অথচ ওপরের লোকেরা (পদস্থরা) কোটি কোটি টাকার দুর্নীতি করেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের কারণেই দেশ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বুধবার (২৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের দুদক কমিশনার প্রধান অতিথি ছিলেন।

মোজাম্মেল হক খান বলেন, ‘সর্ষের মধ্যেই ভূত থাকলে হবে না, সবাইকে এগিয়ে আসতে হবে, আওয়াজ তুলতে হবে। দুর্নীতি প্রতিরোধে টিমওয়ার্কের মাধ্যমে সবাইকে সমানভাবে কাজ করতে হবে। একটা অফিসে সিনিয়র অফিসাররা ঘুষ খেলে, জুনিয়ররা জানে না, তা কিন্তু নয়। সবাই তা বুঝে। সংঘবদ্ধভাবেই দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে।’

দুদক কমিশনার বলেন, ‘গুটি কয়েক দুর্নীতিবাজদের কারণে দেশ পিছিয়ে পড়ছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে উন্নত রাষ্ট্রের পরিকল্পনা করেছেন। যদি দুর্নীতি বন্ধ হতো, তাহলে তার আগেই উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হতাম।’

ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে দকের মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এতে চট্টগ্রামের জেলা ও উপজেলার বিভিন্ন  সরকারি ও বেসরকারি  পর্যায়ের উচ্চপর্দস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।