পিবিআইয়ের সূত্রে জানা গেছে, লিটন আদালতকে বলেছেন, ঘটনার আগেরদিন রাতে (৫ এপ্রিল) সোনাগাজীর ভূইয়া বাজারে তার দোকান থেকে ৭০ টাকা দিয়ে এক লিটার কেরোসিন কেনে শাহদাত হোসেন শামীম। তিনি বোতল চাইলে পলিথিনে কেরোসিন দিতে বলে সে। এতে তার সন্দেহ হয়। তিনি জানতে চান, কী কাজে লাগবে কেরোসিন। জাবাবে শামীম বলেন, লাকড়িতে আগুন ধরানোর জন্য। পরে পলিথিনে করে তাকে কেরোসিন দিয়ে দেন তিনি।
প্রসঙ্গত, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলার যৌন নিপীড়নের শিকার হয় নুসরাত। এ ঘটনায় তার মায়ের করা মামলায় সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষায় অংশ নিতে গেলে কৌশলে তাকে নির্মাণাধীণ একটি ভবনের ছাদে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত জাহান রাফি ।
নুসরাতের বড়ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে গত ৮ এপ্রিল ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ১০ এপ্রিল মামলাটি তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। পিবিআই ২৩ আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এখনও ৬ জন রিমান্ডে রয়েছে।