নিহতরা হলো- এরফান উল্লাহ প্রকাশ এরফান মাঝি (৩২) ও তার সহযোগী নুর হোসেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদার ফেরদৌস বলেন, অস্ত্র উদ্ধারে গেলে এরফান মাঝির দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, নিহত এরফানের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে। নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।