কক্সবাজারে আগুনে পুড়ে দুজনের মৃত্যু

 

কক্সবাজারকক্সবাজার শহরের কলাতলীতে আগুনে পুড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তিনটি ঘর পুড়ে গেছে। শনিবার (১১ মে) রাত পৌনে ১০টার দিকে কলাতলীর লাইট হাউস পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আতিকুর রহমান (৩৫) ও আব্দুল মোনাফের মেয়ে সাদিয়া (৫)।

আগুনে একরাম হেসেন নামের ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী আবদুল মালেক জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তল্লাশির সময় দুইজনের মরদেহ পাওয়া গেছে। কি কারণে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে দেওয়া আগুন থেকে সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে আবদুল মালেক আরও জানান, পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজায় তালা দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বলেও শুনেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকে জানিয়েছেন, শহরের লাইট হাউসপাড়ায় ছেনোয়ারা নামের এক নারী তৃতীয় স্বামী আতিকুর রহমান নিয়ে বসবাস করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্বামী আবদুল মোনাফ রাতের আঁধারে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।