কসবায় অস্ত্র-গুলি ও ওয়াকিটকিসহ চার ভারতীয় ও দুই বাংলাদেশি গ্রেফতার

গ্রেফতার চার ভারতীয় ও দুই বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজার থেকে শনিবার দুপুরে বিদেশি পিস্তল,পাইপগান,গুলি,ওয়াকিটকি ও পেট্রোলসহ চার ভারতীয় এবং দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালঘরের নেতাজি নগরের শ্যামল দেবনাথের ছেলে স্বর্ণজিৎ দেবনাথ (২৩),উত্তর ত্রিপুরার ধর্মনগরের রতি রঞ্জন চৌধুরীর ছেলে নির্মলেন্দু চৌধুরী (৩২) বাদারঘাটের সুনীল সরকারের ছেলে শংকর সরকার (৩১) ও আমতলীর রাজনগরের অবনী দাসের ছেলে বিমল দাস (৩৩)

বাংলাদেশি দুইজন হলেন, কসবা উপজেলার মান্দারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাসিবুল হাসান অনিক (১৯) ও আখাউড়া উপজেলার বনগজ গ্রামের আহম্মদ হোসেনের ছেলে আমজাদ হোসেন শাওন (২২)।
গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল,চার রাউন্ড গুলি,২টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ২টি ওয়াকিটকি, ৫ লিটার পেট্রোল, দুটি চার্জার, ৩ জোরা লেকগার্ড, রিপ্লেকটিং বেল ১টি,১ জোরা বুটজুতা,১টি রেইনকোট ও ১ জোরা হ্যান্ড গ্লাভসসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান,অপরাধীরা গত কয়েকদিন ধরে কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেলের ওপরের তিনতলার একটি কক্ষে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরও জানান,গ্রেফতার ব্যক্তিরা বড় ধরণের অপরাধ ঘটাতে জড়ো হয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে কসবা থানায় পৃথক দুইটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।