শিপ ব্রেকিং ইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ৪

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে রুবেল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকাল ৯টায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও চারজন দগ্ধ হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

নিহত রুবেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। দগ্ধ চারজন হলেন-মামুন, জলিল, মাসুদ ও সোহেল।

তবে দুর্ঘটনাকবলিত ওই শিপ ব্রেকিং ইয়ার্ডের নাম জানাতে পারেনি পুলিশ। আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, সীতাকুণ্ডের বারআউলিয়া হাউওয়ে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে ওই শিপ ব্রেকিং ইয়ার্ডের অবস্থান।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজ কাটার সময় পাঁচজন দগ্ধ হন। গুরুতর আহতাবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে হাসপাতালের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।’ তাদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।