কুমিল্লায় নকল সেমাই ও ট্যাং উৎপাদন, দুই লাখ টাকা জরিমানা

01কুমিল্লার লাকসামে নকল সেমাই ও ট্যাং উৎপাদন করায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাঁচ লাখ টাকার মেয়াদোর্ত্তীণ শিশুখাদ্য ও অনুমোদনহীন পণ্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
জেলার লাকসাম উপজেলার উত্তর কাদ্রা এলাকায় আবদুল্লাহ ফুড প্রোডাক্ট নামক একটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন পণ্য তৈরি করায় এই জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বনফুলের লাচ্ছা সেমাই, প্রাণের জিরো চিপস, ভুতু চিপসও বাজারজাত করছে। এ সময় র্যা বের কোম্পানি কমান্ডার প্রণব কুমার এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।