কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি

ডুবে যাওয়া জাহাজ

তলা ফেটে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (২৩ মে) ভোরে কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা নাবিকসহ ১১জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

‘সী ক্রাউন’ নামে ডুবে যাওয়া জাহাজটি আবু তাহেরের মালিকানাধীন মমতা ট্রেডিং এজেন্সির বলে জানা গেছে।

সচিব ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাইটার জাহাজটি রাতে পাথর নিয়ে কর্ণফুলীর নদীর ব্রিজঘাট এলাকায় আসে। পরে শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে নদীতে জাহাজটি নোঙর করা হলে ভোরে তলা ফেটে ডুবে যায়। জাহাজে নাবিকসহ ১১জন ছিলেন। তারা সবাই নিরাপদে তীরে ওঠেছেন।’ লাইটারটি বন্দর চ্যানেল থেকে দূরে ডুবে যাওয়ায় এখানে জাহাজ চলাচলে তেমন কোনও সমস্যা হচ্ছে না বলেও তিনি জানান।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজটি কর্ণফুলীর দক্ষিণ পাড়ে পাথর খালাসের জন্য অপেক্ষমান ছিল। এসময় তলা ফেটে পানিতে ডুবে যায়। তবে কেউ হতাহত হননি।’