বান্দরবানে আ. লীগ নেতা‌র হত্যাকারী‌দের শা‌স্তি ও সেনাক্যাম্প স্থাপ‌নের দা‌বি


বান্দরবানে আ. লীগ নেতা‌র হত্যাকারী‌দের শা‌স্তি ও সেনাক্যাম্প স্থাপ‌নের দা‌বিতে মানববন্ধন পাহাড়ে সম্প্রীতি বিনষ্টকারী সন্ত্রাসীদের গ্রেফতার,  রাজবিলা এলাকায় সেনাক্যাম্প স্থাপন ও চথোয়াই মং মারমাকে হত্যার প্রতিবাদে বান্দরবান প্রেসক্লবের সামনে মানববন্ধন করেছেন সচেতন পার্বত্যবাসী। 
র‌বিবার (২৬ মে) সকা‌লে প্রেস ক্লা‌বের সাম‌নে তারা এ মানববন্ধন ক‌রে।
মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, সম্প্রী‌তির বান্দরবা‌নে হঠাৎ ক‌রে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী এ‌কের পর এক হত্যা, অপহরণ, চাঁদা‌বা‌জি ক‌রে সম্প্রী‌তি নষ্ট কর‌ছে। গত ২২ মে পৌরসভার সা‌বেক ক‌মিশনার ও পৌর আওয়ামী লী‌গের সহসভাপ‌তি চ‌থোয়াই মং মারমা‌কে অপহর‌ণের পর হত্যা ক‌রে‌ছে।

বান্দরবানে আ. লীগ নেতা‌র হত্যাকারী‌দের শা‌স্তি ও সেনাক্যাম্প স্থাপ‌নের দা‌বিতে মানববন্ধন

বক্তারা চথোয়াই মারমার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি ও পাহা‌ড়ে শা‌ন্তি ফি‌রি‌য়ে আন‌তে সেনাক্যাম্প স্থাপ‌নের দা‌বি জানান।
প্রসঙ্গত, ২২ মে রাতে  চথোয়াই মারমা‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায় সন্ত্রাসীরা।  শ‌নিবার দুপু‌রে জর্ডান পাড়া থে‌কে তার লাশ উদ্ধার করে পুলিশ।