চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বন্দুকযুদ্ধচট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। সোমবার (৩ জুন) রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত দুইজন ডাকাত দলের সদস্য।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি, বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

মাশকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকাগামী একটি প্রাইভেট কার কুমিরা ব্রিজের কাছে গেলে ডাকাত দলের সদস্যরা সেটি থামিয়ে ডাকাতি করছিল। এসময় র‌্যাবের টহল দল সেখানে উপস্থিত হলে ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে সেখানে দুজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।