নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভকারীদের ওপর চড়াও আসামিদের স্বজনেরা

ফেনীর আদালত প্রাঙ্গণে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। এ সময় তাদের ওপর হামলা করতে চড়াও হয় আসামিদের স্বজনেরা। সোমবার (১০ জুন) দুপুর আড়াইটার দিকে শুনানি শেষে আসামিদের প্রিজনভ্যানে করে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ এক যুবককে আটক করে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য জানান।

আবুল কালাম আজাদ বলেন, ‘নুসরাতের মামলার অভিযোগপত্র গ্রহণের ওপর শুনানির জন্য সোমবার আসামিদের আদালতে নেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুরের দিকে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন করছিল সহপাঠীরা। শুনানি শেষে আসামিদের আদালত থেকে প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় নুসরাতের সহপাঠীরা ফাঁসির দাবিতে স্লোগান ধরলে আসামিদের স্বজনরা তাদের ওপর চড়াও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামিদের বেলা সাড়ে ১১টায় প্রিজনভ্যানে করে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাদী রাজি থাকায় আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। মামলায় গ্রেফতার ২১ আসামির মধ্যে পাঁচ জনকে খালাস দেওয়া হয়। আগামী ২০ জুন অভিযোগ গঠনের দিন ধার্য করেন আদালত। এছাড়া চার্জশিটভুক্ত ১৬ আসামির মধ্যে সাত জনের জামিন চাওয়া হলে, আদালত সবার জামিন নামঞ্জুর করেন।