বেগমগঞ্জে ড্রামট্রাকের চাপায় স্কুলছাত্রী নিহত

ড্রামট্রাকনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ড্রামট্রাকের চাপায় তানজিলা আক্তার মিতু (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ছয়ানি ইউনিয়নের ভবানী জীবনপুর এলাকায় বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।

তানজিলা আক্তার মিতু একই এলাকার আব্দুল মন্নানের মেয়ে। সে ছয়ানি মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

মিতুর বাবা আব্দুল মন্নান জানান, মিতু সকালে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বেগমগঞ্জ-ছয়ানি সড়কে পৌঁছালে একটি ড্রামট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নূর আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। ড্রামট্রাকটি (নোয়াখালী শ-১১-০১১১) পুলিশ আটক করেছে।

দুর্ঘটনাস্থলে গ্রামবাসীর ভিড়বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড্রামট্রাক স্থানীয়ভাবে বালুসহ বিভিন্ন মালামাল বহনে ব্যবহৃত হয়। দুর্ঘটনার খবর জেনেছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’