বান্দরবা‌নে বিএনপির চার নেতা আটক

 

আটকবান্দরবানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গনিসহ চার জনকে আটক করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। শ‌নিবার (১৫ জুন) সন্ধ্যায় তা‌দের আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হয়।

বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল করার সময় পুলিশকে রাষ্ট্রীয় কাজে বাধা এবং ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকরা হলো- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বান্দরবান থে‌কে প্রকা‌শিত দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক মো. ওসমান গনি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সরওয়ার জামাল ও যুবদল নেতা মো. হেলাল।

জেলা বিএন‌পির সেক্রেটারি মো. জা‌বেদ রেজা ব‌লেন, ‘এ‌টি যুবদ‌লের কেন্দ্রীয়‌ প্রোগ্রামের এক‌টি অংশ ছিল। ত‌বে, এখা‌নে ভাঙচুর বা পু‌লি‌শের সঙ্গে হাতাহা‌তির কোনও ঘটনা ঘ‌টে‌নি। বিষয়‌টি মিথ্যা ও সাজা‌নো।’

জানা গেছে, সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকালে বান্দরবান শহরে এক‌টি মিছিল বের করে জেলা যুবদল। দলীয় কার্যালয় থেকে মিছিলটি চৌধুরী মার্কেটের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন পু‌লি‌শের সঙ্গে হাতাহা‌তি হওয়ার ঘটনাও ঘ‌টে। প‌রে পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনেই পন্ড হয় মিছিল।