ঋণখেলাপির মামলায় মোস্তফা গ্রুপের চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামঋণখেলাপির মামলায় গ্রেফতার মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুন) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে নগরীর আগ্রাবাদে মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ। চারটি মামলায় অর্থঋণ আদালত হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দায়ের করেন। ওই পরোয়ানামূলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সহকারী পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হেফাজতুর রহমানকে আজ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

মোস্তফা গ্রুপ চিনি ও ভোজ্যতেলসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানিতে যুক্ত। প্রতিষ্ঠানটি জাহাজ ভাঙার ব্যবসায় করে। হেফাজতুর রহমান বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ছিলেন।