সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির হুমকির মুখে দেশ: দিলীপ বড়ুয়া

বক্তব্য রাখছেন দিলীপ বড়ুয়া (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, ‘দেশ এখন সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির হুমকির সম্মুখীন। এই অপশক্তিকে মোকাবিলার জন্য সব প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’

শনিবার (২২ জুন) রাজশাহীর পবা উপজেলা অডিটোরিয়ামে এমএল-এর বিভাগীয় কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

দিলীপ বড়ুয়া বলেন, ‘ধানসহ কৃষকের উৎপাদিত সব কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করতে হবে। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

এমএল-এর পলিট ব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন–  কেন্দ্রীয় সদস্য অ্যাড. জাহাঙ্গীর আলী, রাজশাহী জেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আনসার আলী, মহানগর সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সামশুজ্জামান ডালিম, মহানগর সম্পাদক মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান, এরশাদ আলী প্রমুখ।