সুবর্ণচরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর প্রধান নিহত


বন্দুকযুদ্ধনোয়াখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছেন। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বারের কাঞ্চন বাজারে সোমবার (২৪ জুন) ভোর রাতে এ ঘটনা ঘটে।
আহত র‌্যাব সদস্যরা হলেন, কনস্টেবল মেনটোলিন মন্ডল এবং করপোরাল মো. আনিস।
র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিদর্শক সাগর জানান, জলদস্যুরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সোমবার ভোর রাত ৪টার দিকে ফকির বাতাইন্যার বাড়ি ঘেরাও করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ফকির কমান্ডার ও তার সহযোগিরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।  এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে তারা ঘর তল্লাশি করলে ফকির বাতাইন্যাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।  
তিনি আরও জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।