টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ থেকে উদ্ধার এক লাখ ইয়াবা

কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোড়ার ওমরখাল এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।  

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান এ কথা জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সদস্যরা জানতে পারে ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে আনা ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বস্তাভর্তি এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা। উদ্ধার হওয়া ইয়াবাগুলো পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।