লামায় পাহাড় ধসে নারীর মৃত্যু

 

বান্দরবানবান্দরবানের লামায় পাহাড় ধসে নুরহাজান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) রাতে ভারীবর্ষণের কারণে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূর-এ জান্নাত রুমি বলেন, ‘লামা সদর ইউনিয়নের পশ্চিম মধু ঝিরিতে নুরহাজান বেগম নামের এক বিধবা নারী পাহাড় ধ‌সে মারা গেছেন।’