রাজশাহীর বাঘায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ফাইমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বিকাল ৪টার দিকে বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী। সাবাজ আলী ভ্যান চালিয়ে সংসার পরিচালনা করেন। তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, প্রচণ্ড বেগে ঝড়ে নিজ বাড়িতে ওই গৃহবধূর ওপর বড় একটি নারকেল গাছ ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাঘা উপজেলার হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু বলেন, ‘প্রচণ্ড ঝড়ে গৃহবধূর নিজ বাড়ির একদিকের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য তিনি ঘর থেকে বাইরে যান। এ সময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার ওপর পড়ে।’
গৃহবধুর স্বামী সাবাজ আলী জানান, গুহবধূকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বাঘা উপজেলার আড়ানি ইউনিয়নের সাবেক চেযারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০ মিনিটের ঘুর্ণিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, ‘খবর পেয়ে মৃতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’