মেঘনায় ঘুরতে এসে নৌকাডুবি, নিখোঁজ ২

চাঁদপুরচাঁদপুরে মেঘনায় নৌকাডুবিতে ২ যুবক নিখোঁজ রয়েছে। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় মেঘনায় ৯ জনকে নিয়ে একটি নৌকা ডুবে যায়। সাতজনকে উদ্ধার করা গেলেও সোমবার দুপুর পর্যন্ত বাকি দু’জনের খোঁজ মেলেনি।

নিখোঁজ দু’জন হলেন, মহসিন (২৬) ও খোকন (২৫)। তারা দু’জনই ঢাকায় চাকরি করেন।
খোকনের ভাই শাহ আলম ও মহসিনের ভাই শুক্কুর বলেন, রবিবার বিকালে সদর উপজেলার আখনেরহাট থেকে নৌকা নিয়ে ঘুরতে বের হয় তারা। সন্ধ্যার দিকে নৌকাটি পুরানবাজার দুধঘাট এলাকায় আসার পর মেঘনার ঘূর্ণি স্রোতের মধ্যে পড়ে উল্টে যায়। সাতজনকে অন্য একটি ট্রলার এসে উদ্ধার করে। কিন্তু পানিতে তলিয়ে যায় মহসিন ও খোকন। ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি।
চাঁদপুর নৌপুলিশের এসপি মোশারফ হোসেন বলেন, সাত বন্ধু মিলে নৌকা ভ্রমণে বের হলে পুরানবাজার মেঘনা নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকার দুই মাঝি পাঁচজনকে উদ্ধার করলেও দু’জন এখনও নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নদীতে অভিযান চালাচ্ছে।