লোহাগাড়া থেকে আটক ১৪ রোহিঙ্গা কারাগারে




কারাদণ্ডক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কাজ করতে আসা ১৪ রোহিঙ্গাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে আটক করার পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ১৪ রোহিঙ্গা হলেন মিয়ানমারের রাসিডং এলাকার পীর মুহাম্মদের ছেলে বছির আহমদ (২৮), রশিদ আহমদ (১৭), মনির আহমদ (২৫), মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে মুহাম্মদ আমিন (১৯), মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আমিন (৩০), মোহাম্মদ ইসলামের ছেলে মুহিবুল্লাহ (২৫), সৈয়দ আলমের ছেলে মুজিবুর রহমান (২৯), মৃত মকবুল আহমদের ছেলে মো. জামাল (৫৩), মংডু এলাকার সৈয়দ ছালামের ছেলে জামাল হোসেন (৩০), হামিদ হোসেনের ছেলে মো. রফিক (৩৮), মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মোহাম্মদ হোসেনের ছেলে মো. আলম (৩৫), আব্দুর করিমের ছেলে আব্দুর খালেক (৪৫) ও মৃত ইউনুছের ছেলে নুর মুহাম্মদ (৩৫)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার পদুয়া এলাকা থেকে ১৩ জন এবং চরম্বা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ১৯৪১ সনের বৈদেশিক নাগরিক অনুপ্রবেশ আইনের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছেন, কিছুদিন আগে তারা লোহাগাড়া উপজেলায় এসেছেন। গত কয়েকদিন ধরে তারা এই উপজেলায় দিনমজুরের কাজ করে আসছিলেন।’