অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

আটক ইউপিডিএফ কর্মী নিয়ং মারমা

মাটিরাঙ্গা থেকে দেশীয় অস্ত্রসহ ইউপিডিএফে’র সন্ত্রাসী নিয়ং মারমাকে (৩০) আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি তাকে আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে নিয়ং মারমাকে আটক করে। ওই দলের নেতৃত্ব দেন মাটিরাঙ্গা সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল। গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার একটি বাড়ি থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি মোবাইলসহ তাকে (৩০) আটক করা হয়।

আটক নিয়ং মারমা ইউপিডিএফে’র গুইমারা উপজেলার কালেক্টর। সে গুইমারার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজি ও সস্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটক নিয়ং মারমাকে বিকাল সাড়ে ৫টার দিকে গুইমারা থানায় হস্থান্তর করা হয়েছে।

গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক নিয়ং মারমার বিরুদ্ধে গুইমারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’