অর্ডার দিলেন নকিয়ার, হাতে পেলেন বাইটু!

অর্ডার ছিল নোকিয়ার, আর দিয়েছে বাইটুদিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠছে। তবে অনেকে অনলাইনে কেনাকাটা করে প্রতারণার শিকারও হচ্ছেন। এক পণ্যের অর্ডার করলে অন্য পণ্য পাচ্ছেন। এমনই ঘটনা ঘটেছে রাঙামাটিতে।  অনলাইনে মোবাইল কিনে প্রতারণার শিকার শহরের কলেজ গেট এলাকার বাসিন্দা মোমিন।

মোমিনের অভিযোগ, ‘ফেসবুকে বিডি ফ্যাশন নামের একটি অনলাইন পেজে বিজ্ঞাপন দেখে ১৬ সেপ্টেম্বর নকিয়া ৫৩১০ মডেলের একটি ফোনের অর্ডার দেই। বৃহস্পতিবার কুরিয়ারে আসা ফোন সংগ্রহ করে প্যাকেট খুলে দেখি তারা আমাকে বাইটু ব্র্যান্ডের ফোন দিয়েছে। নকিয়া ৫৩১০ মডেলের ফোনের জন্য ১৮০০ টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়েছি।’

অর্ডার ছিল নোকিয়ার, আর দিয়েছে বাইটুতিনি বলেন, ‘ফোন হাতে পেয়ে এমন অবস্থা দেখে পেজের এডমিনদের নম্বরে ডায়াল করে সব নম্বর বন্ধ পাই। আমাকে যে ফোনটি তারা দিয়েছে তার বাজার মূল্য ৮০০ টাকার বেশি নয়। তারা আমার মতো আরও অনেকের সঙ্গে এমন প্রতারণা করেছে।’

এস পরিবহন রাঙামাটির শাখার ব্যবস্থাপক আবুল বাশার বলেন,‘ইদানিং অনলাইনের মাধ্যমেও পণ্য কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনেকেই অনলাইনে পণ্য কিনে প্রতারণার শিকার হচ্ছেন। বিশেষ করে চাহিদা অনুযায়ী সঠিক পণ্য সরবরাহ না করা এবং করলেও নিম্নমানের পণ্য সরবরাহের ঘটনা প্রায়ই ঘটছে। আমি মনে করি,সবাইকে যাচাই-বাছাই করে ভালো মানের অনলাইন শপিং পেজ কিংবা প্রতিষ্ঠানগুলো থেকে কেনাকাটা করা উচিত। এতে করে প্রতারণার শিকার হতে হবে না কাউকে।’