পুলিশের গলায় ছুরিকাঘাত করে ছিনতাই

সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের বিশেষ শাখা অফিসের উচ্চমান সহকারী হারুনুর রশিদ (৪০) আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে এই ঘটনা ঘটে।

হারুনের পরিবারের সদস্যরা জানায়, সপ্তাহিক ছুটিতে বৃহস্পতিবার গ্রামের বাড়ি সরাইল উপজেলার পাকশিমুলে গিয়েছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে সদরের দিকে ফিরছিলেন। সদর উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড থেকে একটি সিএনজিতে ওঠেন তিনি। এসময় তার সঙ্গে সিএনজিতে আরও ৪জন ওঠেন। সিএনজিটি ছাড়ার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুরে পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে ঝাপটে ধরে।এসময় হারুন তাদের বাধা দিতে চাইলে তার গলায় ছুরিকাঘাত করা হয় এবং সঙ্গে থাকা ১৪০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং চলন্ত সিএনজি থেকে তাকে ফেলে দেয় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাই করতে নাকি অন্য কোনও কারণে তার ওপর হামলা করা হয়েছে তা খতিয় দেখা হচ্ছে।