কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে আরমান

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারঢাকা দক্ষিণ যুবলীগের (বহিষ্কৃত) সহসভাপতি এনামুল হক আরমানকে গ্রেফতারের পর কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাত ১১টায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা কড়া পাহারায় তাকে সেখানে নিয়ে যান। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে আরমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করার পর এনামুল হক আরমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। মদ্যপ অবস্থায় পাওয়ায় আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আরমানের কাছে ১৪০ পিস ইয়াবা পাওয়ায় তার বিরুদ্ধে র‌্যাব-৭ এর কর্মকর্তা এসআই সজিব মিয়া কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে এনামুল হক আরমানকে গ্রেফতার করা হয়। একই বাড়ি থেকে ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকেও গ্রেফতার করা হয়।

আরও খবর...

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে সম্রাট