পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদ (২০) ও নওগাঁর ডোমরা উপজেলার মৃত আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

ওসি দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাটার জন্য আনা একটি জাহাজ থেকে মালামাল অপসারণের সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজনের মৃত্যু হয়। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।’

একই কথা জানান হাসপাতালে আসা নিহত দুইজনের সহকর্মী সোহেল। তিনি বলেন, ‘জাহাজের ট্যাংকে জমে থাকা গ্যাসে তারা আক্রান্ত হন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’