একহাজার বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

আটক চার মাদক ব্যবসায়ী (ছবি– প্রতিনিধি)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে ৯৭৬ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার চাঁদপুর-দাউদকান্দি পাকা সড়কের মতলব সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলো– মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর এলাকার মো. আমজাদ হোসেন (৪৯), মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচরের মো. শামীম (৩০), বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠি এলাকার মোছা. মৌসুমী আক্তার (২৬), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুকতা গ্রামের মোছা. শিউলি আক্তার (২০)।

র‌্যাব জানায়, গতকাল বুধবার (১৬ অক্টোবর) রাতে গোপন সূত্রে তারা জানতে পারে—ফেনসিডিলভর্তি একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার মেহেরপুর থেকে চাঁদপুর হরিণা ফেরিঘাট হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। এ খবর পেয়ে র‌্যাব-১১ এর একটি দল মতলব দক্ষিণ থানাধীন চাঁদপুর-দাউদকান্দি পাকা সড়কের মতলব সেতুর টোল প্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট বসায়। একপর্যায়ে চেকপোস্টের দিকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার দ্রুতগতিতে আসতে দেখে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেন। কিন্তু গাড়ি দু’টি র‌্যাবের চেকপোস্ট উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে র‌্যাব সদস্যরা গাড়ি দু’টিকে আটক করেন। এসময় দুই গাড়িতে ৯৭৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এএসপি মো. মহিতুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ‘আটক চারজনকে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি; হয়তো হবে।’