ভোলায় সংঘর্ষে নিহত ৪

হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভ

মাদ্রাসা ছাত্রদের বিক্ষোভভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারী এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন হাটহাজারী দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা। রবিবার (২০ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে ৭টায় অবরোধ প্রত্যাহার করেন তারা।

অবরোধের কারণে দুই ঘণ্টারও বেশি খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় যান চলাচল বন্ধ ছিল। এ সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

হাটহাজারী থানার সামনে বিক্ষোভএ সম্পর্কে জানতে চাইলে ঘটনাস্থল থেকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ছাত্রদের বুঝিয়ে মাদ্রাসার ভেতরে পাঠানোর চেষ্টা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা অবরোধ তুলে নিয়েছেন।’

স্থানীয়রা জানিয়েছেন, বিকাল ৫টা ১০ মিনিটের দিকে ছাত্ররা সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকজন ছাত্র হাটহাজারী থানায় ইটপাটকেল ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর ছাত্ররা বাসস্ট্যান্ডে গিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।’

আরও পড়েন...

বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে নিহত ৪, অর্ধশতাধিক আহত