ইয়াবা মামলায় রোহিঙ্গা যুবকের ৫ বছরের কারাদণ্ড

কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফয়সাল নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

কক্সবাজার ও যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ২০১৮ সালে টেকনাফের ২ বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে ১৫ হাজার ৮৫ ইয়াবাসহ আটক হয় ফয়সাল। পরে তার বিরুদ্ধে নায়েক ফজলুল হক বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।