স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড





আদালতখাগড়াছড়িতে গৃহবধূ শিরিনা আক্তারকে হত্যার দায়ে তার স্বামী মো. নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিরিনা আক্তারের স্বজনরা। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আরিফ বলেন, ‘আসামির জবানবন্দি ও পুলিশের তদন্তে কোথাও হত্যার বিষয়টি প্রমাণ হয়নি। আমরা ন্যায়বিচার পাইনি। এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।’
জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর রাতে খাগড়াছড়ি সদরের শালবন এলাকার নিজ বাড়িতে গৃহবধূ শিরিনা আক্তারকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে নিজাম উদ্দিন। অভিযোগ পেয়ে ওই দিন রাতেই পুলিশ নিজাম উদ্দিনকে আটক করে।