পাহাড়পুরের বৌদ্ধ বিহার ঘুরে গেলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন ফ্রান্সের রাষ্ট্রদূত এম.জিন মারিন

পূর্ব ঘোষিত কোনও কর্মসূচি ছাড়াই বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এম.জিন মারিন সস্ত্রীক ঘুরে গেলেন নওগাঁর ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধ বিহার। শনিবার দুপুরে তিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি ঐতিহ্যবাহী প্রত্নতাত্বিক নির্দশনগুলো ঘুরে দেখেন। পরে তিনি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তিনি প্রায় তিন ঘণ্টা পাহাড়পুর বৌদ্ধ বিহার ও জাদুঘরের প্রত্নতাত্বিক নির্দশনগুলো দেখার পর ঢাকায় ফিরে যান।

ফ্রান্সের রাষ্ট্রদূত এম.জিন মারিনকে পাহাড়পুর বৌদ্ধ বিহার ঘুরিয়ে দেখানোসহ এর ঐতিহ্য সম্পর্কে বর্ণানা দেন রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক মোছা. নাহিদ সুলতানা।

পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান আবু সাইদ ইনাম তানভিরুল বলেন,‘তারা মূলত আর্কিওলজিস্ট। তারা প্রত্নত্ব ভালোবাসেন এজন্য পাহাড়পুর এসেছিলেন। এখানে তারা খুঁটিয়ে খুঁটিয়ে ট্যারাকোটা, বৌদ্ধ বিহার ও জাদুঘর দেখেন। রাষ্ট্রদূত এম. জিন মারিন খুশি হয়ে আমাদের বাগান (গার্ডেন) মালিদের ধন্যবাদ দিয়েছেন। পরে পরিদর্শন বইতে মন্তব্য করেছেন।’