কাপ্তাই হ্রদে মৎস্য গবেষণা তরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাপ্তাই হ্রদের গবেষণা তরীটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

রাঙামাটির কাপ্তাই হ্রদে ‘প্রাণ ও জীববৈচিত্র’ নিয়ে গবেষণার জন্য নির্মিত বিশেষায়িত জাহাজ গবেষণা তরীটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, সিভাসু’র ভিসি প্রফেসর গৌতম বুদ্ধ দাশ, রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেন,‘কাপ্তাই হ্রদে কিভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয় নিয়ে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়েছি। তারা হ্রদে মাছের বংশবৃদ্ধি ও ডিম সংরক্ষণসহ মংস্য উন্নয়ন নিয়ে গবেষণা করবে। এতে একদিকে এই এলাকায় মৎস্য উন্নয়ন হবে। অন্যদিকে এলাকার আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে সিভাসু গবেষণা তরী জাহাজ নির্মাণ করা হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান রাঙ্গামাটির পুরনো হেলিপ্যাড এলাকায় এ জাহাজ তৈরির কাজ শুরু করে। চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে জাহাজটি লেকে নামানো হয়।

কাপ্তাই হ্রদে ‘প্রাণ ও জীববৈচিত্র’ নিয়ে গবেষণার জন্য নির্মিত বিশেষায়িত জাহাজ

৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জাহাজের অভ্যন্তরে ল্যাব তৈরি করা হয়েছে। এ তরীতে প্রায় ১৫টি বিষয়ে গবেষণা করা হবে। এর মধ্যে রয়েছে হ্রদের বিভিন্ন প্রজাতির মাছের সংখ্যা বের করা, মাছের অভয়াশ্রম সৃষ্টির জন্য স্থান নির্বাচন, সময়ের সঙ্গে হ্রদের বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন বিশ্লেষণ করা, বিলুপ্তপ্রায় মৎস্য প্রজাতি পুনরুদ্ধারের চেষ্টা, হ্রদে চাষযোগ্য সম্ভাব্য প্রজাতির মাছ বের করা, বিভিন্ন মাছের প্রজননক্ষেত্রের বাস্তব অবস্থা নিরূপণ, প্রজননক্ষেত্র নষ্ট হওয়ার কারণ বিশ্লেষণ ও পদক্ষেপ গ্রহণ, স্থানীয় জনশক্তিকে খাঁচায় ও পেন কালচারের মাধ্যমে মাছ চাষে উদ্যোগী করা, ঘোনায় মাছ চাষের সুবিধা-অসুবিধাগুলো যাচাই করা, হ্রদে মাছের প্রাকৃতিক খাদ্যের বিস্মৃত অবস্থা নিরূপণ, প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে করণীয় নির্ধারণ, হ্রদ ভরাট হওয়ার কারণ উদ্ঘাটন, বিশ্লেষণ ও নিরূপণের উদ্যোগ এবং হ্রদের দূষণ দূরীকরণে ব্যবস্থা গ্রহণ। এ তরীটি ৬৮ হাজার হেক্টর আয়তনের এ হ্রদে চলাচল করবে।

এ জাহাজের মাধ্যমে হ্রদের মাছ কমে যাওয়ার কারণ অনুসন্ধান ও সংরক্ষণে নানা পরিকল্পনা, উদ্যোগ এবং সিভাসুর এমএস ও পিএইচডি লেভেলের শিক্ষার্থীরা সারা বছর গবেষণা কার্যক্রম চালাতে পারবেন। মালয়েশিয়ার কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’ নিয়ে দীর্ঘমেয়াদি গবেষণা পরিচালনা করে। তারা ওই হ্রদটিকে বিপন্ন প্রজাতির মাছের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছে। তাদের সেই হ্রদের অভিজ্ঞতাকে পুঁজি করে কাপ্তাই হ্রদে নামানো হয়েছে ভ্রাম্যমাণ সিভাসু গবেষণা তরী। এ তরী ১৫ ধরনের কাজ করবে। বর্তমানে তরীর ব্যবস্থাপনায় সাতজন কর্মরত রয়েছেন ।