ইয়াবা ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার

 

গ্রেফতার

কক্সাবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় মর্জিনা বেগম (৫০) নামে এক নারী ও তার ছেলে কাউছার আহমেদ তুহিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এ কথা জানান। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেফতার ব্যক্তিদের গ্রামের বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর এলাকায়। তারা বর্তমানে রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ব্লক-এ এর ৬ নম্বর সড়কের ১০ নম্বর প্লটে থাকে।

মোহাম্মদ মহসীন বাংলা ট্রিবিউনকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রেলওয়ের নতুন স্টেশনে ঢুকার পথে হোটেল ম্যানিলার বিপরীত দিকের ফুটপাত থেকে তাদের আটক করা হয়। পরে মর্জিনা বেগমের কাঁধে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে তাতে ২ হাজার পিস ইয়াবা এবং তার ছেলে তুহিনের হাতে থাকা ল্যাপটপের ব্যাগে তল্লাশি করে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মা ও ছেলের পেশাই হল ইয়াবা বিক্রয় করা। প্রায় ৫ বছর ধরে আসামি মর্জিনা বেগম ঢাকা শহরের বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে ইয়াবা সরবরাহ করে আসছে। ২০১৬ সালে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে ডিএমপি শ্যামপুর থানা পুলিশ। ওই ঘটনায় ৬ মাস জেল খেটে বের হওয়ার পর রামপুর এলাকায় নিজেই খুচরা ইয়াবা বিক্রি শুরু করে। সেখানেও পুলিশের হাতে ধরা পড়ে।