আরব সাগর থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

 

চট্টগ্রামআরব সাগর থেকে এক বাংলাদেশির মরদহে উদ্ধার করা হয়েছে। তার নাম মো. ইদ্রিছ (৪০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে আরব সাগরের ওমান সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার এ তথ্য জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বছর খানেক আগে ইদ্রিছ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ির লোকজনের কাছ থেকে শুনেছি, গত শনিবার গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় সংযুক্ত আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় তাকে বহনকারী গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ি থেকে লাফিয়ে বের হওয়ার সময় ইদ্রিছ পানির স্রোতে ভেসে যান। এরপর গত ছয় দিন তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার আরব সাগরের ওমান সীমান্তে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।’

ইদ্রিছের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে। তিনি আফজলের পাড়ার আহমদ জলিলের একমাত্র ছেলে।