জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশ গঠনের এ যাত্রায় আমরা কোনও আপস করবো না। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকবো।’
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে (স্বাধীনতা চত্বরে) পদযাত্রায় এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম জনতার উদ্দেশে বলেন, ‘২৪-এ গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণত ভালো হবে না। ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপস করিনি এবং দেশ গঠনের এ যাত্রায়ও আমরা আপস করবো না। আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকবো। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, সেই একইভাবে আমরা দেশ গঠন করবো।’
শহীদদের বিষয়ে নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছেন। তাদের শহীদি মর্যাদা নিশ্চিত করতে হবে। সংবিধানে তাদের স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যেসব মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। সেজন্য আমরা কোনও ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেবো না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদদের সঙ্গে কোনও আপস করিনি, দেশ গঠনে আমরা কারও সঙ্গে আপস করবো না। নতুন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবেন।’
নাটোরকে নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। ২৪-এর গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র-জনতা-শিক্ষক সমাজ রাজপথে নেমে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়ে ছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনও ভালো কলেজ নেই, গ্যাস নেই। নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করতে পারবো।’
এ সময় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।