নোয়াখালীর হাসপাতালগুলোতে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

01নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. খলিল উল্যাহ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুবিধার্থে হাসপাতালে ৫ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, মেডিসিন বিভাগের প্রফেসর ডা. আবদুল হালিমের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট র্যা পিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড এ ২/৩টি করে শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. খলিল উল্যাহ ও জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, নোয়াখালীতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির সন্ধান মেলেনি।