ছেঁড়াদ্বীপ থেকে আরও এক নারীর লাশ উদ্ধার

ট্রলার ডুবির ঘটনায় জীবিত উদ্ধার হওয়া লোকজনবঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ছেঁড়াদ্বীপের দক্ষিণের এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাহাত ইমতিয়াজ জানান, বঙ্গোপসাগর থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একই এলাকা থেকে একই বয়সের আরেক নারীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। ১১ ফেব্রুয়ারি ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মৃতদেহসহ ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ১৩৮ জন ছিল। ওই সময় থেকেই নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও সেনাবাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি সাগর পথে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রীবাহী নিয়ে সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৯ দালালকে আসামি করে একটি মামলা করেছে কোস্টগার্ড। মামলায় এ পর্যন্ত ৯ জনকে আটক করে পুলিশ।